দিনাজপুর জেলার ৬ টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৯:২৭ পিএম
দিনাজপুর জেলার ৬ টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলার ৬ টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র গত ২৯ ডিসেম্বর ২০২৫ মোঃরফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর ও রির্টানিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যালয়ে জমা হয়।অফিস সূত্রে জানা গেছে 

৬ দিনাজপুর -১
১। রঘুনাথ চন্দ্র রায় ,জাকের পার্টি। ২।মোঃ মন্জুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )। ৩। মোঃ শাহিনুর ইসলাম জাতীয় পার্টি। ৪  মতিউর রহমান ,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫।মোঃচান মিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৬।মোঃ রিজুওয়ানুল ইসলাম,গণঅধিকার পরিষদ(জিওপি)।৭। মন্জুরুল হক চৌধুরী ,স্বতন্ত্র। 

৭ দিনাজপুর -২ 
১।সাদিক রিয়াজ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২।মোঃজুলফিকার হোসনে জাতীয় পার্টি। ৩। আনোয়ার  চৌধুরী জীবন, স্বতন্ত্র। ৪। সুধীর চন্দ্র শীল ,জাতীয় পার্টি (জেপি)।৫।
মোঃমোকারম হোসেন ,বাংলাদেশ মুসলিম লীগ। ৬।এ,কে,এম আফজালুল আনাম ,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৭।  জোবায়ের সাঈদ ,বাংলাদেশ খেলাফত মজলিশ। ৮।আহমেদ শফী রুবেল ,জাতীয় পার্টি। ৯।রেজাউল করিম,বাংলাদেশ খেলাফত মজলিস।১০।অমৃত কুমার রায় ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। 
৮ দিনাজপুর - ৩
১।বেগম খালেদা জিয়া ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ,২।সৈয়দ জাহাঙ্গীর আলম ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ৩।মোঃ রবিউল ইসলাম ,জনতার দল,৪।মোঃ খাইরুজ্জামান ,ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৫।কিবরিয়া হোসেন ,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।৬। মোঃমাইনুল আলম ,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৭। লায়লা তুল রীমা ,বাংলাদেশ মুসলিম  লীগ। ৮।মোঃ আ ন ম বজলুর রশীদ ,স্বতন্ত্র।৯।মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ ,ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

৯ দিনাজপুর -৪ 
১। মোঃ আনোয়ার হোসাইন ,ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২।মোঃ আফতাব উদ্দিন মোল্লা ,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩।মোঃনুরুল আমিন শাহ ,জাতীয় পার্টি। ৪। মোঃ আখতারুজ্জামান মিয়া , বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। 

১০ দিনাজপুর -৫ 
১।মোঃ কাজী আব্দুল  গফুর  ,জাতীয় পার্টি। ২।মোঃহযরত আলী বেলাল ,স্বতন্ত্র। ৩।মোঃ আনোয়ার হোসেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪।মোঃআব্দুল আহাদ ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫।মোঃ আব্দুল কাদের চৌধুরী ,বাংলাদেশ খেলাফত মজলিস। ৬।এ কে এম কামরুজ্জামান ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭।মোঃ রুস্তম আলী। স্বতন্ত্র। ৮।এ,জেড,এম,রেজওয়ানুল হক স্বতন্ত্র। ৯।এস,এম জাকারিয়া বাচ্চু,স্বতন্ত্র।১০।মোঃ ইব্রাহিম আলী মন্ডল ,আমজনতার দল।

১১ দিনাজপুর - ৬ 
১। আবু জাফর মোঃজাহিদ হোসেন ,   বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।২।মোঃআনোয়ারুল ইসলাম ,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩।মোঃ আব্দুল হক ,আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি )।৪।মোঃ আব্দুল হাকিম ,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ। ৫।এ্যাডভোকেট মোঃ রেজাউল হক,জাতীয় পার্টি। ৬।মোঃশাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ ,স্বতন্ত্র। ৭।মোঃআব্দুল্লাহ ,স্বতন্ত্র। ৮।মোঃনুর আলম সিদ্দিক,ইসলামী আন্দোলন বাংলাদেশ। 
এই আসন গুলির মধ্যে ৮ দিনাজপুর -৩ সংসদীয় আসনে বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সৈয়দ জাহাঙ্গীর আলম কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত করে মনোনয়ন পত্র দাখিল করা হয়।