কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ জানুয়ারি) রাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ গংগারহাট বিওপি ক্যাম্পে। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তার সিপাহী নং- ১১৪৬০৪। নিহত বিজিবি সদস্যের বাড়ি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামে। সে ওই গ্রামের বাবুল মন্ডলের ছেলে বলে জানা গেছে। তবে গভীর রাতে গুলির ঘটনা ঘটনাটি এলাকাবাসীকে আতঙ্কগ্রস্ত ও প্রশ্নের সৃষ্টি করেছে। এ ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। নাম প্রকাশে অন্চ্ছিুক এলাকার অনেকে জানান, বিজিবি ক্যাম্প হলো প্রশাসনিকভাবে সু-রক্ষিত এলাকা। এখানে সাধারন মানুষের প্রবেশের সুযোগ নেই। যেহেতু জন সম্মূখে গুলির ঘটনাটি ঘটেনি তাই সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ। এলাকাবাসী এ ঘটনার নিরপক্ষ তদন্ত দাবি করেছেন। ফুলবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, তারা গংগারহাট বিওপির কর্তব্যরত বিজিবি সদস্যের মাধ্যমে জানতে পারেন, শুক্রবার রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে অন্যান্য বিজিবি সদস্যদের মতো ইউনিফর্ম পড়েন বিজিবি সদস্য সৈনিক নাসিম উদ্দিন। তিনি টহলের নিজের সরকারি অস্ত্রটিও গ্রহণ করেন। এরপর বিজিবি সদস্য সৈনিক নাসিম উদ্দিন বিওপি ব্যারাকের পুবর্-পাশে বাউন্ডারির ভিতর গিয়ে নিজের বুকে নিজেই গুলি করে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে অন্যান্য বিজিবি সদস্যরা এসে গুরুতর রক্তাত্ত অবস্থায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজিবি নিহতের ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, নিহত বিজিবি সদস্যের বুকে গুলি লেগেছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। সে আত্মহত্যা করেছে না হত্যার শিকার হয়েছে তা বলা যাচ্ছেনা। ময়না তদন্তের রিপোর্টের পর তা জানা যাবে।