দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৭ পিএম
দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ বাংলাদেশ-০৭, দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে দাখিলকৃত ০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। শুক্রবার মনোনয়ন পত্র বাছাইকালে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (বিএনপি), এ কে এম আফজালুল আনাম (জামায়াতে ইসলামী), এডভোকেট জুলফিকার হোসেন (জাতীয় পার্টি), মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ (ইসলামী আন্দোলন), মাওলানা জোবায়ের সাঈদ (খেলাফত মজলিস), আ.ন.ম বজলুর রশীদ কালু (স্বতন্ত্র), এডভোকেট সুধীর চন্দ্র শীল (জাতীয় পার্টি-জেপি), মোকারম হোসেন (মুসলিম লীগ) ও ড. আনোয়ার চৌধুরী জীবন (স্বতন্ত্র) এর দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এর ফলে এ আসনে দাখিলকৃত ০৯জন প্রার্থীর সকলের মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষিত হলো।