আইপিএল

চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

এফএনএস স্পোর্টস
| আপডেট: ৩ জানুয়ারী, ২০২৬, ০১:১১ পিএম | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ১২:১৭ পিএম
চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে কলকাতা নাইট রাইডার্সকে এই বাঁহাতি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সিদ্ধান্ত অনুযায়ী, মুস্তাফিজকে ছেড়ে দিয়ে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও পাবে ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিসিআইয়ের এই নির্দেশনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। সংস্থাটিকে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “দেশজুড়ে সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে একজন খেলোয়াড় ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর তারা চাইলে যেকোনো বিকল্প খেলোয়াড় নিতে পারবে। সেই অনুমোদন বিসিসিআই দেবে।”

কয়েক বছর ধরেই আইপিএলে বাংলাদেশের হয়ে একমাত্র নিয়মিত মুখ মুস্তাফিজ। আসন্ন মৌসুমের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় ৯ কোটি ২০ লাখ রুপিতে, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। কিন্তু নিলামের পরপরই শুরু হয় বিতর্ক।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামে। এই আন্দোলনের কেন্দ্রে উঠে আসে মুস্তাফিজের নাম। কেকেআরের মালিক শাহরুখ খানের বিরুদ্ধেও প্রকাশ্যে সমালোচনা করা হয়।

এই বিতর্কে সরব হন ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুর। তিনি শাহরুখ খানের মালিকানাধীন দলে বাংলাদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার সমালোচনা করে বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে সেই দেশ থেকে একজন ক্রিকেটারকে দলে নেওয়া অমানবিক।” তার বক্তব্য উদ্ধৃত করে এএনআই।

অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও একই দাবিতে সরব হন। তিনি এএনআইকে বলেন, শাহরুখ খানের উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া এবং বাংলাদেশি ক্রিকেটারকে দল থেকে সরিয়ে নেওয়া। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির নিন্দা জানিয়ে প্রকাশ্য বক্তব্য দেওয়ার দাবিও তোলেন তিনি।

রাজনৈতিক অঙ্গন থেকেও চাপ আসে। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এএনআইকে বলেন, ভারতের বর্তমান আবহে বাংলাদেশি খেলোয়াড় দলে থাকলে শাহরুখ খান নিজেই ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই দল থেকে তাকে সরিয়ে নেওয়াই হবে নিরাপদ পথ।

এদিকে এই বিতর্কে ভিন্ন প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। এএনআইকে তিনি বলেন, “প্রথম প্রশ্ন হওয়া উচিত, বাংলাদেশি খেলোয়াড়দের নিলামের তালিকায় রাখা হলো কীভাবে। এই প্রশ্নের জবাব বিসিসিআই ও আইসিসিকে দিতে হবে।”

সব পক্ষের চাপ ও বিতর্কের পর শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করে। বোর্ডের নির্দেশে এখন মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলে বাংলাদেশের কাটার মাস্টারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

আপনার জেলার সংবাদ পড়তে