নতুন বছরে দীপ্ত টিভিতে তিন প্রজন্মের গল্প ‘পরম্পরা’

এফএনএস বিনোদন
| আপডেট: ৩ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭ পিএম | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০১:০৩ পিএম
নতুন বছরে দীপ্ত টিভিতে তিন প্রজন্মের গল্প ‘পরম্পরা’

নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য আসছে মেগা ধারাবাহিক ‘পরম্পরা’। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব আর ভালোবাসার গল্পে নির্মিত এই ধারাবাহিকটি একসঙ্গে তুলে ধরবে তিন প্রজন্মের জীবনবোধ ও সম্পর্কের জটিল সমীকরণ।

আজ ৩ জানুয়ারি থেকে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে ‘পরম্পরা’ প্রচার হবে দীপ্ত টিভিতে। একই সঙ্গে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে ধারাবাহিকটি।

‘পরম্পরা’ মূলত একটি পারিবারিক আখ্যান। গল্পের কেন্দ্রীয় চরিত্র নাহিয়ান। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ দীর্ঘদিন পর ঢাকায় ফিরে আসে। দেশে ফিরে নতুন সামাজিক বাস্তবতা ও যৌথ পরিবারের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে সে। আধুনিক জীবনধারা আর চিন্তাভাবনার সঙ্গে পরিবারের প্রবীণ সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির সংঘাত থেকেই শুরু হয় গল্পের টানাপোড়েন।

একই ছাদের নিচে বসবাস করা তিন প্রজন্মের মানুষের ভালোবাসা, মতবিরোধ, মানিয়ে নেওয়ার চেষ্টা আর সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় নানা আবেগী মোড়ে। ব্যক্তিগত স্বপ্ন, সিদ্ধান্ত আর ভালোবাসার দ্বন্দ্বের মাঝেই চরিত্রগুলো উপলব্ধি করে, সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন থেকেই যায় অটুট। এই উপলব্ধিকে কেন্দ্র করেই এগিয়ে যায় ‘পরম্পরা’র গল্প।

ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি। সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি।

মেগা ধারাবাহিকটির লাইন প্রডিউসারের দায়িত্বে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। নির্মাতাদের আশা, পারিবারিক গল্প আর বাস্তব জীবনের অনুভূতির মিশেলে ‘পরম্পরা’ দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে।