হাকমিপুরে সমাজসবো দিবস পালিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪২ পিএম
হাকমিপুরে সমাজসবো দিবস পালিত

'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমবায় আস্থা আজ সমাজসেবায়' দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালি আলোচনাসভা ও কার্ড বিতরনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সমাজসেবা থেকে ঋন গ্রহণ করে দীর্ঘ দিন থেকে ঋন পরিশোধ না করে সমাজসেবা বিভিন্ন সুযোগ বঞ্চিত না হওয়া এবং নিয়মিত ঋন পরিশোধ করার আহবান জানান বক্তারা। হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার কেউ নেই তার পাশে আছে সমাজসেবা। কারও প্রলোভন বা কোন দালাল খপ্পরে না পড়ে আপনাদের যে কোন সেবা প্রদানে আমরা প্রস্তুত। এবারের সমাজসেবা দিবসে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোঃ আউয়াল ও পৌর শহরের মাঠপাড়া এলাকার লতিফা প্রতিবন্ধী স্মার্ট কার্ড বিতরণ করেন। ক্ষে হাকমিপুর উপজলো পরষিদ চত্বর থেেক র‌্যালি বাহরি হয়ে প্রধান সড়ক প্রদক্ষণি শেেষ পরষিদরে সম্মলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠতি হয়ছে।ে হাকমিপুর উপজলো সমাজসবো অফসিার মোঃ মাসুদ রানা এর সভাপতৎিবে আলোচনা সভায় বক্তারা সমাজসবো দবিসরে তাৎর্পয তুলে ধরে গুরুত্বর্পূণ বক্তব্য রাখনে। সইে সমাজসবো থেেক ঋন গ্রহণ করে র্দীঘ দনি থেেক ঋন পরেিশাধ না করে সমাজসবো বভিন্নি সুযোগ বঞ্চতি না হওয়া এবং নয়িমতি ঋন পরেিশাধ করার আহবান জানান বক্তারা। হাকমিপুর উপজলো সমাজসবো অফসিার মোঃ মাসুদ রানা বলনে, জন্ম থেেক মৃত্যু র্পযন্ত যার কউে নইে তার পাশে আছে সমাজসবো। কারও প্রলোভন বা কোন দালাল খপ্পরে না পড়ে আপনাদরে যে কোন সবো প্রদানে আমরা প্রস্তুত। এবাররে সমাজসবো দবিসে হাকমিপুর উপজলোর বোয়ালদাড় ইউনয়িনরে মোঃ আউয়াল ও পৌর শহররে মাঠপাড়া এলাকার লতফিা প্রতবিন্ধী র্স্মাট র্কাড বতিরণ করনে।

আপনার জেলার সংবাদ পড়তে