দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৫:১২ পিএম
দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ ডিসেম্বর দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসের র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মঈনুল হোসেন। সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা প্রদানের দিক উল্লেখ করে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন উপকারভোগীদের ভাতা প্রদানের সাথে সাথে সুদমুক্ত ঋন প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা ও কল্যান তহবিল থেকে মারাত্মক অসুস্থ রোগীদের আর্থিক সহযোগীতা প্রদান করাসহ বিভিন্নভাবে মানুষের কল্যানে কাজ করে। সরকারের এই সেবা যেন যোগ্যরাই পেতে পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য বক্তারা আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে