সাতক্ষীরায় ১,০৯৫ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম
সাতক্ষীরায় ১,০৯৫ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ

সাতক্ষীরা জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। দীর্ঘ সময় ধরে অনেক বিদ্যালয়ের মাঠ খেলার অনুপযোগী থাকায় শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলা ব্যাহত হচ্ছিল। এই সংকট নিরসনে সমপ্রতি মাঠগুলোর বর্তমান অবস্থার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা নিশ্চিত করতে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত শরীরচর্চা ও কো-কারিকুলার (সহশিক্ষা) কার্যক্রম জোরদার করা হবে। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ে খেলাধুলা ও শারীরিক অনুশীলন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। উদ্যোগটির মূল লক্ষ্য হলো মাঠগুলোকে সাধারণ মানুষের দখল বা অযত্ন থেকে উদ্ধার করে শিশুদের খেলার উপযোগী করা। পাশাপাশি স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে মাঠ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাঠগুলো সচল হলে শিশুদের পাশাপাশি স্থানীয় কিশোর ও যুবসমাজকেও মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে। শিক্ষাবিদদের মতে, সহশিক্ষা কার্যক্রমের অভাবে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা লোপ পায়। অতিরিক্ত পড়াশোনার চাপে অনেক সময় শিক্ষার্থীরা বিষণ্নতায় ভোগে। দলগত খেলাধুলা না থাকায় তাদের মধ্যে নেতৃত্ব ও সামাজিকীকরণের দক্ষতাও ঠিকমতো গড়ে ওঠে না। নিয়মিত খেলাধুলা নিশ্চিত হলে শারীরিক স্থূলতা ও মানসিক চাপ কমানো সম্ভব হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে অপরিহার্য। কিন্তু সংস্কারের ঘাটতির কারণে অনেক বিদ্যালয়ে শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে আমরা মাঠগুলোর তথ্য সংগ্রহ করছি এবং একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছি।” সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীরা একটি প্রাণবন্ত ও শিশুবান্ধব পরিবেশ ফিরে পাবে।