বাজিতপুরে মনোনয়ন পত্র বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০২:৩৪ পিএম
বাজিতপুরে মনোনয়ন পত্র বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এড. হাসনাত কাইয়ূম আজ রবিবার সকাল ১১টায় বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শোভারামপুরে তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জ নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার মনোনয়ন বাতিল করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আহ্বান করি। তিনি বলেন, আমাদের রাষ্ট্রীয় কাঠামো দু'টি দল দ্বারা আবদ্ধ। আমার দল নয়টি দলের সঙ্গে জোটবদ্ধ ছিলো। তারা মাফিয়া চক্রের কথা  শোনে দলচ্যূত হয়ে পড়ে। পরে তারা স্বাধীনতা বিরোধী ও একটি বড় দলের সাথে সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন সমজোতা করে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। হাসনাত কাইয়ূম আরো বলেন, এ দু'টি দলের নাগপাশ থেকে বেরিয়ে যদি গণতন্ত্রের চর্চা না করা হয়, তাহলে রাষ্ট্রের প্রকৃত সংস্কার আশা করা যায় না। এ দেশের রাজনীতি পরিবারতন্ত্রের নিয়ন্ত্রণে দীর্ঘদিন পরিচালিত হয়ে  একটি অপরাজনীতি অপসংস্কৃতির কাঠামো তৈরী করে যায়। ফলে আমাদের সার্বিক রাজনীতি একটি বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে।  আমি অবগত হই যে, এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ার কারণে নির্বাচন কমিশন কর্তৃক আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয় আত্মপক্ষ  সমর্থনের কোনো সুযোগ না দিয়েই। তাই আমি আগামী সোমবার নির্বাচন কমিমনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবো। এ ব্যাপারে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগীতা কামনা করেন।  সম্মেলনে উপস্থিত ছিলেন,  বাজিতপুর উপজেলার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব জহিরুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা সদস্য জুয়েল ভূঁইয়া প্রমূখ, পৌর সংস্কার আন্দোলনের সদস্য ফিরোজ আহম্মেদ, দিঘীরপাড় ইউনিয়নের সদস্য সেলিম মিয়া প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে