ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ম্যাচ চায় বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম
ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ম্যাচ চায় বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ভেন্যু পরিবর্তনের আবেদন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। বোর্ডের চাওয়া, যৌথ আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হোক। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

চিঠিতে বিসিবি মূলত দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট শুরুর আগেই বাদ দেওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে বলে মনে করছে বোর্ড। এরই মধ্যে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে পড়েছে।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আইসিসিকে পাঠানো ই-মেইলে স্পষ্ট করে বলা হয়েছে, নিরাপত্তার শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। সে কারণেই ভেন্যু পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, বোর্ড পরিচালকেরা সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, আইসিসির কাছে পাঠানো চিঠিতে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। দলের সঙ্গে যাওয়া গণমাধ্যমকর্মী, সমর্থক ও স্পন্সরদের নিরাপত্তা ব্যবস্থাও জানতে চেয়েছে বিসিবি। একই সঙ্গে বিসিসিআইকেও আলাদা চিঠি দিয়ে মোস্তাফিজকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার কারণ জানতে চাওয়া হবে।

এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “খুব শিগগিরই আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অবস্থান পরিষ্কার করব।” তিনি জানান, বোর্ড আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে বিসিবির চিঠির পর এখন সিদ্ধান্ত আইসিসির হাতে।

বিশ্ব ক্রিকেটে এর আগে নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের নজির রয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের উদাহরণ তুলে ধরে বিসিবি মনে করছে, বাংলাদেশের আবেদনও বিবেচনায় নেওয়া উচিত।

আপনার জেলার সংবাদ পড়তে