মেলান্দহে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ পিএম
মেলান্দহে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা

জামালপুরের মেলান্দহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ৪ জানুয়ারি বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এর আয়োজন করেছে। মেলান্দহ বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এতে সভাপতিত্ব করেন। স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি গোলাম হাফিজ নাহিন, উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, রফিকুল ইসলাম রহিম, নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, সম্পাদক আ: লতিফ প্রমুখ। স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।