সেনবাগে দুইটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৯ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৯ পিএম
সেনবাগে দুইটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নোয়াখালীর সেনবাগে অবৈধ দুইটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ব্রিকফিল্ডের ছিমনি ও অপরটি ভাটা ভেঙ্গে দিয়ে  এবং পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দিয়েছে এবং ফসলি জমিনের টপ সয়েল কাটার অপরাধে একটি ভ্যাকু মেশিন জব্দ করা হয়েছে। রোববার ৪ জানুয়ারী দুপুর ২টার দিকে সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির ফকিরহাট সংলগ্ন বাকের কোম্পানীর মালিকানাধীন ইমারত ব্রিকফিন্ডে সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটার পরিচালনা আইনে কাগজপত্র না থাকায় ইট ভাটাটিতে এসকেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে দেয়, ফায়ার সাভিসের মেশিন দিয়ে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া ও প্রস্তুত করা কাচাঁ ইট ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ভাটার মালিকের নিকট থেকে ৫লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়। অপরদিকে একই দিন দুপুর ১২টার দিকে বীজবাগ ইউপির নতুন বাজার সংলগ্ন ফাতেমা ব্রিকফিল্ডের ছিমনি ভেঙ্গে দিয়ে ইটভাটারটি বন্ধ করে দেয়। এরআগে একই ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ভাটাটি ভেঙ্গে দিয়েছিলো এবং তিনলক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে ফের ইটভাটাটির কার্যক্রম পরিচালনা করায় আজ দ্বিতীয় বার অভিযান চালিয়ে এর ছিমনি ভেঙ্গে দেওয়া হয়। এবং নির্দেশ অমান্য করাায় ভাটার মালিকের বিরুদ্ধ মামলা দায়ের করা হবে বলে জানাগেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মোঃ মিলন হোসেন ,সেনবাগ সেনাক্যাম্পের সেনবাহিনী সদস্য, সেনবাগ থানা পুলিশর ও সেনবাগ ফায়ার সাভিসের দমকল কর্মীরা উপস্থিত ছিলেন। সেনবাগে ৪০টির মতো ইটভাটা রয়েছে এই ইটেভাটাগুলোর অধিকাংশ অবৈধ।

আপনার জেলার সংবাদ পড়তে