কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরডিআরএস বাংলাদেশ-এর নাগেশ্বরী রিজিওনের আওতায় ফুলবাড়ীর নেওয়াশী শাখার উদ্যোগে বুধবার বিকালে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ, রংপুর অফিসের রেইজ প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী রিজিওনের রিজিওনাল ম্যানেজার মো. নুরুজ্জামান, এরিয়া ম্যানেজার লিটন মিয়া, সুমিত্রা সরকার, স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে। বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরডিআরএস বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন এবং আরডিআরএস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।