নাজিরপুরে কম্বল বিতরণ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৯:১১ পিএম
নাজিরপুরে কম্বল বিতরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  বুধবার (০৭ জানুয়ারী) বিকেলে বুইচাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ শতাধিক শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা মোকাবিলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে সংগঠনের  নেতৃবৃন্দ জানিয়েছেন। কম্বল পেয়ে শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের তহমান শেখ বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানোদের জন্য দোয়া করেন। সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগন্তর প্রতিনিধি এইচ এম  লাহেল মাহমুদ, সংগঠনের  সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক মনির, কোষাধক্ষ্য   মো. আল-আমিন হোসাইন,  মো. কাওসার হাওলাদার, আব্দুল আলিম মোল্লা, ওবায়দুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, আবু জাফর মাঝি ও জহিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ম্বল বিতরণকালে সংগঠনের সভাপতি বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। প্রায় দুইশতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।