গুইমারাতে শীতার্তদের কম্বল বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৩২ পিএম
গুইমারাতে শীতার্তদের কম্বল বিতরণ

খাগড়াছড়ির গুইমারাতে কনকনে শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে অম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সিপকস। সকালে গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে স্থানীয় অন্তত দুই শতাধিক শীতার্ত, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মিজানুর রহমান। এ সময় তিনি বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সদস্যরা অসহায় মানুষের পাশে সব সময় আছে ভবিষ্যতেও থাকবে।  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মাঝে  শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলাম সহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সিপকস এর উদ্যোগে অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করেন সেক্টর কমান্ডারের সহধর্মিনী ও সংগঠনের সহ-সভানেত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে