কনকনে শীতের কামড়ে যখন জনজীবন বিপর্যস্ত, যখন উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে অসহায় মানুষ ঠিক তখনই ঝিনাইদহের শৈলকুপার বিজুলিয়া গ্রামে দেখা মিলল এক টুকরো আশার আলো। "আমরা নিজেদের নই, আমরা সকলের"-এই মর্মস্পর্শী স্লোগানকে বুকে ধারণ করে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সেবক ফাউন্ডেশন নামের একটি সংগঠন। বৃহস্পতিবার এক আবেগঘন পরিবেশে আয়োজিত হলো ‘শীতবস্ত্র বিতরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান উৎসব-২০২৬’। অনুষ্ঠানটি কেবল কিছু কাপড় বা অর্থ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল মানুষের সাথে মানুষের হৃদয়ের মেলবন্ধন। তীব্র শীতে থরথর করে কাঁপতে থাকা বৃদ্ধা রহিমুন্নিসা যখন একটি নতুন কম্বল হাতে পেয়ে আনন্দিত হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের শীতের কষ্ট লাঘব করার যে প্রচেষ্টা ‘সেবক’ ফাউন্ডেশন নিয়েছে, তা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। এছাড়াও , অভাবের তপ্ত দহনে যাদের এস.এস.সি পরীক্ষার স্বপ্ন ফিকে হয়ে আসছিল, সেইসব মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষা উপবৃত্তি। আগামীর উজ্জ্বল নক্ষত্রদের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়ে সংগঠনটি প্রমাণ করে দিয়েছে যে, অর্থের অভাবে কোনো মেধা ঝরে পড়তে দেওয়া হবে না। শিক্ষা উপবৃত্তি গ্রহণকালে অনেক শিক্ষার্থীর চোখেমুখে ফুটে উঠেছিল আগামীর দিন জয়ের আত্মবিশ্বাস।সেবক’ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী সদস্য বাচ্চা মোল্লা জানান সেবক ফাউন্ডেশন নামের এই সংগঠনটি কেবল একটি নাম নয়, এটি এখন এলাকার মানুষের ভরসার নাম। উৎসবের এই মহতী আয়োজনে শামিল হতে এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে সকল সহৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন