ঝিনাইদহের কালীগঞ্জে মাটির কাটার অপরাধে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই দিন চার ফার্মেসীকে দুই হাজার টাকা করে এবং এক কসমেটিকস ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আব্দুল্লাহ আল ফারুক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার একতারপুর-সুন্দরপুর মাঠে কৃষি জমির মাটি কাটার অপরাধে মতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে কালীগঞ্জ শহরের চার ফার্মেসী ব্যাবসায়ীর প্রত্যেককে দুই হাজার টাকা এবং এক কসমেটিকস ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আব্দুল্লাহ আল ফারুক বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ২০২৩ অনুযায়ি মাটি ব্যবসায়ী মতিয়ার রহমান নামে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় শহরের চার ফার্মেসী ও একটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও দ্রব্যাদি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়।