ফতেপুরে মাদক ব্যবসায়িকে ৩ মাসের জেল

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৪:১৬ পিএম
ফতেপুরে মাদক ব্যবসায়িকে ৩ মাসের জেল

উপজেলার ফতেপুর গ্রামে সাইফুল ইসলাম (৩৯) এর কাছে গাজা ও ইয়াবা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা সহ ৩ মাসের জেল দেওয়া হয়েছে। বুধবার বিকালে ফতেপুর গ্রামে মাদক দ্রব্য্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গাঁজা ও ইয়াবা সহ আটক করে। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৫ টি ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মোবাইল কোর্টে মাধ্যমে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমান,সহকারী উপ পরিদর্শক এএসআই আব্দুর রশিদ।

আপনার জেলার সংবাদ পড়তে