র্যাব-১০ এর একটি আভিযানিক দল শনিবার (১০ জানুয়ারি অনুমান ১০.৩০ মিটিটে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দক্ষিণ জশুরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ২১,৬০০/- (একুশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৭২ (বাহাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যের ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রোকসনা বেগম (৪৯), স্বামী- মৃত আলাউদ্দিন, সাং- স্যামসুদ্দি, থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায় । প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।