মাঘের দোরগোড়ায় দাঁড়িয়ে উত্তুরে হাওয়ায় যখন প্রকৃতিতে শীতের আমেজ, ঠিক তখনই সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের সবুজ চত্বর মেতে উঠেছিল তারুণ্যের উচ্ছ্বাসে। শনিবার বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার। পড়ন্ত বিকেলের সোনালি রোদে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো সাফল্যের স্মারক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই ক্রীড়াযজ্ঞে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অ্যাথলেটিকস, ক্রিকেট ও ভলিবলসহ নানা ইভেন্টে কিশোর-কিশোরীদের প্রাণবন্ত অংশগ্রহণ মাঠজুড়ে এক উৎসবের আবহ তৈরি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এই মাঠ থেকেই আগামীর বিশ্বজয়ী অ্যাথলেট উঠে আসবে।” পুরস্কার বিতরণী মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার সানজিদা খাতুন, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব এবং রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান। খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম মো. ঈদুজ্জামান ইদ্রিসের সাবলীল সঞ্চালনায় বিজয়ীরা যখন মঞ্চ থেকে মেডেল ও ট্রফি নিয়ে ফিরছিল, তখন তাদের চোখেমুখে ছিল আগামীর বড় মঞ্চ জয়ের স্বপ্ন। অনুষ্ঠান শেষে এক বুক অনুপ্রেরণা নিয়ে নিজ নিজ আঙিনায় ফিরে যায় শিক্ষার্থীরা।