ঝালকাঠির রামচন্দ্রপুর ইউনিয়নে তারুন্যের উৎসব অনুষ্ঠিত

এফএনএস (ঝালকাঠি) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৮:০৮ পিএম
ঝালকাঠির রামচন্দ্রপুর ইউনিয়নে তারুন্যের উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠির গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে তারুন্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উৎসবে আয়োজন ছিলো কর্মশালা, চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগীতা। ইউনিয়নের প্রায় ১০টি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যপক শিক্ষক রিয়াজুল আমীন জামাল সিকদার। সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল লতিফ মোল্লা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান উদচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ইউপি সদস্য আজিজুর রহমান মানিক, কবির হোসেন, মো. রমিজ, রুহুল আমিন, ফারজানা পারভীন, বিউটি বেগম।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবক, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগী শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশে তারুন্যের ভাবনা তুলে ধরেছেন রং তুলিতে। উপস্থিতভাবে বিভিন্ন বিষয় কুইজ প্রতিযোগীতায় অংশ নেন গ্রুপ ভিত্তিক। প্রতিযোগীতায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। 

আপনার জেলার সংবাদ পড়তে