উত্তরের হিমেল বাতাসে চাটমোহরসহ চলনবিল অধ্যুষিত এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চাটমোহরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। ঠান্ডায় কাবু এ অঞ্চলের জনপদ। হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বুধবার বিকেল থেকেই হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে। বেড়েছে সর্দি কাশিসহ শীতজনিত রোগ। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে।