আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে টহল ও সচেতনতামূলক মহড়া পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার বীরগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে পুলিশের গাড়িবহর সাইরেন বাজিয়ে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় টহল দেয়। এ সময় প্রধান সড়ক ও বাজার এলাকায় থানা পুলিশের সক্রিয় ও দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এই টহল কার্যক্রমে অংশ নেয়। থানা পুলিশের টহল জোরদার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনকে ঘিরে বীরগঞ্জ উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে থানা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা মাঠপর্যায়ে সক্রিয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা, ভীতিকর পরিস্থিতি বা অপপ্রচার সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ভোট চলাকালীন সময়সহ নির্বাচন সংশ্লিষ্ট পুরো সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক প্রস্তুত রাখা হয়েছে। বীরগঞ্জের সাধারণ মানুষ যেন নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত থাকেন, সেটিই আমাদের অগ্রাধিকার। পুলিশ জনগণের পাশে আছে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। যে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, থানা পুলিশের এ ধরনের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাঁদের মতে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।