ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ -এ উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিরা মাহবুবা শেফা। সে ২০২৫ সালে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ- ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এছাড়াও স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী পূর্ণতা সাহা। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এদিকে গফরগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক শাকিরা মাহবুবা শেফা ও পূর্ণতা সাহা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজ ও বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনসহ শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।