বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:১৮ পিএম
বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এসময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশে গণতন্ত্র কায়েম হয়েছে তারা তা দেখতে চান। আর কখনোই ফ্যাসীবাদী রাষ্ট্র কায়েম করতে দেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে