অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুর, নতুন যাত্রায় বিটিএস

এফএনএস বিনোদন
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪১ পিএম
অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুর, নতুন যাত্রায় বিটিএস

দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গ্রুপ BTS। কোরিয়ার শত বছরের পুরোনো লোকগানের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘আরিরাং’। আগামী ২০ মার্চ প্রকাশ পাবে অ্যালবামটি। একই সঙ্গে বিশ্বভ্রমণ সংগীত সফরের ঘোষণায় নতুন করে উচ্ছ্বসিত হয়েছে ভক্তরা।

অ্যালবামের নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)। প্রায় চার বছর বিরতির পর এই অ্যালবাম দিয়েই একসঙ্গে নতুন যাত্রা শুরু করছেন আরএম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে পুনর্মিলনের পর এটিই তাদের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম।

এক বিবৃতিতে Big Hit Music জানায়, অ্যালবামটিতে নিজেদের শেকড় ও সাংস্কৃতিক পরিচয়কে সামনে এনেছে বিটিএস। পাশাপাশি ভালোবাসা, অপেক্ষা আর হৃদয়ের আকুলতাকে সুরের ভেতর বুনে ধরেছেন শিল্পীরা।

‘আরিরাং’ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানগুলোর একটি। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর, আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। গানটির উৎপত্তি ঠিক কবে, তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও প্রায় এক শ বছর ধরে কোরিয়ানদের জীবনে এটি আবেগের প্রতীক হয়ে আছে। ধানখেতে কাজের সময়, পারিবারিক সমাবেশ, প্রতিবাদ কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সব ক্ষেত্রেই এই গান গাওয়া হয়েছে।

বিগ হিট মিউজিক জানিয়েছে, ‘আরিরাং’ অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। ২০২৫ সালের শেষ ভাগে অ্যালবামটির রেকর্ডিং সম্পন্ন হয়। এর আগে ২০২২ সালের জুনে বিটিএস প্রকাশ করেছিল অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’। আর ২০২০ সালে তাদের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: সেভেন’ মুক্তি পেয়েছিল।

এর মধ্যেই নতুন ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণাও দিয়েছে বিটিএস। আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হবে এই ট্যুর। বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে প্রকাশিত পোস্টার অনুযায়ী, উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট হবে। এটিকে কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক শোর রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

২০২২ সালে লাস ভেগাসে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ শোর মাধ্যমে শেষ হয়েছিল বিটিএসের সর্বশেষ ট্যুর। প্রায় তিন বছর পর আবার বিশ্বমঞ্চে ফিরতে চলেছে গ্রুপটি, নতুন অ্যালবাম আর নতুন গল্প নিয়ে।

আপনার জেলার সংবাদ পড়তে