রাজধানীর মাতুয়াইলে ২৪৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ পিএম
রাজধানীর মাতুয়াইলে ২৪৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি ফিলিং ষ্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় কক্সবাজার টু ঢাকাগামী জেদ্দা এক্সপ্রেস পরিবহণের একটি বাস হতে একজন ব্যক্তি কৌশলে নেমে পালানোর চেষ্টাকালে মোঃ মাসুদ রানা (৩২), পিতা-  নাজমুল হক, সাং- হাজী লাল মিয়া সরকার রোড, জুরাইন (মুরাদপুর), থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। আসামি মোঃ মোঃ মাসুদ রানা’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে। আসামি মোঃ মাসুদ রানা’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামি মোঃ মাসুদ রানা’র পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে শনিবার (১৭ জানুয়ারি) তারিখ সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামি মোঃ মাসুদ রানা’কে মলত্যাগ করিয়ে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৯ (ঊনপঞ্চাশ) টি পোটলায় রক্ষিত মোট ২৪৩৫ (দুই হাজার চারশত পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৭,৩০,৫০০/- (সাত লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

আপনার জেলার সংবাদ পড়তে