চাম্পাফুলে জোর পূর্বক গাছ কর্তনের অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ পিএম
চাম্পাফুলে জোর  পূর্বক গাছ কর্তনের অভিযোগ

আশাশুনি সদর ইউনিয়নের চাম্পাফুল গ্রামে রেকর্ডীয় জমি থেকে জোর পূর্বক গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ জানুয়ারী) সকালে চাম্পাফুল পূর্বপাড়া জামে মসজিদের সামনে হাকিম সরদারের জমিতে এ ঘটনা ঘটে।  চাম্পাফুল গ্রামের গহর আলী সরদারের ছেলে হাকিম সরদার জানান, তিনি এসএ রেকর্ডীয় মালিক গহর আলীর ছেলে আরএস মালিক নূর আলী সরদার দিং এর নিকট থেকে চাম্পাফুল মৌজায় এসএ খতিয়ান ১৬৬, আরএস ১২৮, ২৫৮ ও ২৫৯ খতিয়ানে এসএ ৬৮১ ও আরএস ১২১৩ দাগে ৬৭ শতক জমির মধ্যে ২৫/৬/১৪ তাং ২৬৮৯ নং দলিলে, ১২/৪/১৭ তাং ১৬৩৬ নং দলিলে, ৫/১/১৭ তাং ৪৫১৭ নং দলিলে, ১/৬/১৬ তাং ২১৯৮ নং দলিলে মোট ৪টি দলিলে ৩৬ শতক জমি ক্রয় করে সেই সময় থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। জমিতে গাছ গাছালী রোপন ও বিভিন্ন ফসল চাষ করে আসছেন। একই গ্রামের এছাহক সরদারের ছেলে কামরুল সরদার (ঘুদু)  নজরুল সরদার (কালু) ও রেজাউল সরদার, নজরুল সরদারের ছেলে মোস্তাফিজ, মৃত গহর সরদারের ছেলে এছাহক সরদার দীর্ঘদিন ঐ জমি জবর দখল ও ফসল নষ্টের চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৯ জানুয়ারী) সকালে তারা অন্য সহযোগিদের সাথে নিয়ে জমি থেকে ৩টি বড় আম গাছ (মূল্য অনুমান ১০ হাজার টাকা) ও একটি বৃহৎ শিশু গাছ (মূল্য অনুঃ) ১২ হাজার টাকা) কাটতে থাকে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতিকে অবহিত করি। কিন্তু অভিযুক্তরা কারো কথা শুনতে নারাজ। ফলে জমির মালিক সম্ভাব্য সংঘর্ষ এড়ায়ে তাদেরকে নিবৃত করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছেন। খবর পেয়ে একদল সাংবাদিক ঘটনাস্থানে গেলে গাছ কর্তনকারীদের মধ্যে কামরুল ইসলাম জানান, জমি ওনাদের (হাকিম সরদার) ঠিক আছে, কিন্তু গাছ আমাদের লাগানো তাই কেটে নিচ্ছি।