নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক প্রকাশ (এবি ছিদ্দিক স্যার) ইন্তোকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে, তিন মেয়ে, নাতী- নাতনীসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। উনি সোমবার (১৯ জানুয়ারী) ভোরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সোমবার বাদ আসর উনার দীর্ঘদিনের কর্মস্থল গাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাং দাফন করা হয়। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল আজিম চৌধুরী, যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদ ও আবু তাহের উপস্থিত ছিলেন।