পটুয়াখালীতে তারুণ্যের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৩৫ এএম
পটুয়াখালীতে তারুণ্যের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য গণভোটের প্রচার-প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সমাবেশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী শহরের ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসন পটুয়াখালী’র আয়োজনে এবং পটুয়াখালী পৌরসভা ও জেলা পরিষদের সহযোগিতায় কর্মসূচিটি শুরু হয়, যা রাত অব্দি চলমান থাকে। অনুষ্ঠানে পর্যায়ক্রমে গণভোট ২০২৬-এর প্রচারণামূলক সঙ্গীত ও টিভিসি প্রদর্শন করা হয়। এছাড়া শিল্পকলা একাডেমি পটুয়াখালী’র শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘গণভোটে আছে দেশের চাবি’। প্রদর্শিত হয় গণভোট বিষয়ক ডকুমেন্টারি। একই সঙ্গে পরিবেশিত হয় ভাওয়াইয়া সঙ্গীত ও ঐতিহ্যবাহী গম্ভীরা গান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রাজিব, সানিয়া সুলতানা লিজা এবং ব্যান্ড সঙ্গীত শিল্পী হাসান। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএম (সেবা), পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা এবং পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল। এছাড়া জেলা প্রশাসন, পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ডিসি স্কয়ার ও পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আয়োজকরা জানান, গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে