জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল সীমান্তে সুরক্ষা

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০১:৫২ পিএম
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  বেনাপোল সীমান্তে সুরক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার  (২০ জানুয়ারি) সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এ তথ্য জানান।   প্রেস ব্রিফিংয়ে লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ বলেন, খুলনা ২১ বিজিবি গুরুত্বপূর্ণ খুলনা ,বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩১ টি উপজেলা ও ১৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বিজিবি মোবাইল স্টাকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী-নৌ-বাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব ও আনসারের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে।  আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি (২০২৬) এর মধ্যে বিজিবি তার মোতায়েন কার্যক্রম সম্পন্ন করবে। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে অপারেশন ডেভিল হান্ট-২ এ অংশগ্রহণ করছে। গত এক বছরে খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযানে ৪৭ জন আসামিসহ প্রায় ১৪ কোটি টাকার মালামাল আটক করেছে বিজিবি। আটক মালামালে মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, আগ্নেয়াস্ত্র ও গোলবারুদ। এছাড়া যশোর রিজিয়নের ৭ টি ব্যাটালিয়নের ৬০০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৮০ জন চোরাকারবারীকে আটক হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫৮ কেজি স্বর্ণ, ১২৪ কেজি রোপ্য,আগ্নেয়াস্ত্র ২৭ টি, ১৫২ রাউন্ড গুলি, ৪০ হাজার ইউএস ডলার, ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল,বিভিন্ন প্রকারের মাদক ২৮৩৯৩ বোতল, হেরোইন ৩৭ কেজি , ইয়াবা ২,৬৫৩৭৩ পিস, ফেনসিডিল ৪৯ ০৮৮ বোতল, গাজা ১৬৭৭ কেজি ও বিভিন্ন প্রকারের মেডিসিন ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস।

আপনার জেলার সংবাদ পড়তে