সরকারিভাবে ব্যাপক প্রচার-প্রচারণা,ক্যাম্পেইন করা হলেও গণভোট সম্পর্কে তেমনটা জানেন না চাটমোহর উপজেলার অধিকাংশ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগ্রহ থাকলেও গণভোট নিয়ে তেমন আগ্রহ নেই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বহুল প্রতীক্ষিত গণভোটও অনুষ্ঠিত হবে। তবে সংসদ নির্বাচন নিয়ে ঘরে-বাইরে,চায়ের দোকানে,রাস্তা-ঘাটে,অফিস-আদালতে,হাট-বাজারে মানুষের মধ্যে যত আলোচনা,গণভোট নিয়ে তেমন আলোচনা নেই। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে ধারনাই নেই। এ উপজেলাতে মোট ২ লাখ ৬০ হাজার ১১৭ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৪৮ জন। নির্বাচনে মহিলা ভোটাররা যে কোন প্রার্থীর জন্যই যেমন ফ্যাক্টর,তেমনি গণভোটে তাদের আগ্রহ নেই। কেন গণভোট,তা জানেন না অনেকেই। গণভোট নিয়ে উপজেলা প্রশাসন লিফলেট বিতরণ,বিলবোর্ড স্থাপন,মাইকিং,স্কুলে স্কুলে মতবিনিময়,ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ক্যাম্পেইন করেছে। গণভোট সম্পর্কে সচেতন করা হচ্ছে নানা মাধ্যমে। তারপরও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,“ সরকারের নির্দেশনাক্রমে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গণভোট নিয়ে ক্যাম্পেইন করা হয়েছে। লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলার কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করা হয়েছে। গণভোট নিয়ে মানুষ এখন অনেকটাই সচেতন বলে মনে করি।”