নীলফামারী-৪ আসনে প্রতীক পেলেন যারা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৪ পিএম
নীলফামারী-৪ আসনে প্রতীক পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগত ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে ২১ জানুয়ারি দেয়া হয় প্রার্থীদের প্রতীক বরাদ্দ। জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাঁর সভাকক্ষে এক সুন্দর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন করেন। এ সময় প্রার্থী ও তার মনোনীত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।  নীলফামারী -৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার পেলেন ধানের শীষ। দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম পেলেন দাঁড়িপাল্লা প্রতীক। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক পেলেন লাঙ্গল প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম পেলেন হাতপাখা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সাবেক এমপি মরহুম আমজাদ হোসেন সরকারের ছেলে রিয়াদ আরফান সরকার রানা পেলেন ফুটবল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা এস এম মামুন অর রশিদ মামুন পেলেন মোটরসাইকেল প্রতীক ও বাংলাদেশ জাতীয় পার্টি মির্জা মোঃ শওকত আকবর মাহানামা রওশন পেলেন কাঠাল প্রতীক।