চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে  ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। প্রাপ্ত তথ্যে জানাগেছে, দেশীয় প্রজাতির চোট মাছ রক্ষায় কম্বিং অপারেশন বাস্তবায়নে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, সদরের লক্ষ্ণীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ও গাজিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বিকেলে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বেলেগুড়া সহ দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী জামিল হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে