বরিশালের হিজলায় সেনাবাহিনীর অভিযানে ধুলখোলা ইউপি সদস্য লিটন রাড়ী সহ ৫সন্ত্রাসীকে হিরোইন, গাজা, ইয়াবা, ইয়াবা সেবার সরঞ্জাম, নগদ টাকা, জাল টাকা, দেশীয় অস্ত্র, মোবাইলসহ আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মেঘনার প্রত্যন্ত চরাঞ্চাল থেকে ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা থেকে অভিযান পরিচালনা করে ধুলখোলার ইউনিয়নের রত্তন রাড়ী পুত্র ইউপি সদস্য মোঃ লিটন রাড়ী, উজ্জল রাড়ী, আলীগঞ্জ গ্রামের মোঃ আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মৃত সুলতান আহম্মদের পুত্র জালাম হোসেন, গৌরনদী উপজেলার সরিকল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে মোঃ এমদাদকে আটক করেছে। আটককৃতেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রিক্রিয়াধনী রয়েছে। এ অভিযানকে স্বাগত জানিয়ে অভিযান অব্যহত রাখার আহবায়ন জানিয়েছেন সুশিল সমাজ।