চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন," বিএনপির চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন -সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ শান্তিতে থাকবে, এলাকার উন্নয়ন হবে।তাই, আমার ভোট আমি দেব ধানের শীষে তাকে দিব। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণ সংযোগ ও পথসভায় রঘুনাথপুর হাজী করিম খান হাই স্কুল মাঠে তিনি এ কথা বলেন। ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে জনগণ। দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মসহ সকল ভোটারদের প্রতি আমার একটি আহ্বান থাকবে।ভোট যাকে দিব, ধানের শীষে ভোট দিব।আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট চাইতে এসেছি। ভোট দিবো কিসে? ধানের শীষে। শেখ মানিক বলেন, ভোটের প্রতীক শুধু একটি চিহ্ন নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। ধানের শীষে ভোট মানে স্বাধীনতা, ন্যায়বিচার ও জনগণের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আপনারা ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিবেন। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফরিদ মিয়াজি কালুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন লিটন খান প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ওয়াবদা ভাংগা ফুল রঘুনাথপুর ওয়াপদা,ভাঙ্গাপুল এলাকায় ধানের শীষের গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। পরে পুরান বাজার পূর্বশ্রীরামদী ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণ সংযোগ করেন তিনি এবং ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন। শেখ ফরিদ আহমেদ মানিক শুক্রবার সকালে মেঘনা নদী পাড়ি দিয়ে দুর্গম চর এলাকা নীলকমল ইউনিয়নে ভোটারদের দ্বারস্থ হন এবং ঈশানবালা সহ কয়েকটি এলাকায় উঠান বৈঠকে সালাম শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সবশেষে সনাতন ধর্মাবলীদের সরস্বতী পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।