‘ও রোমিয়ো’-তে শাহিদের পারিশ্রমিক ৪৫ কোটি, তৃপ্তিকে ছাড়িয়ে শীর্ষে তামান্না

এফএনএস বিনোদন
| আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৭ পিএম | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:২১ পিএম
‘ও রোমিয়ো’-তে শাহিদের পারিশ্রমিক ৪৫ কোটি, তৃপ্তিকে ছাড়িয়ে শীর্ষে তামান্না

বিশাল ভরদ্বাজের আসন্ন ছবি ‘ও রোমিয়ো’ ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এই ছবির জন্য শাহিদ কপূর পেয়েছেন ৪৫ কোটি টাকা পারিশ্রমিক, যা নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে। নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের ফারাক এবং চরিত্র বাছাই ঘিরে ছবিটি ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

এই ছবিতে শাহিদকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে। মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নায়কের শরীরে একাধিক বিশেষ ট্যাটু আঁকা হয়েছে বলেও জানা গেছে। গল্পে শাহিদের চরিত্রটি একজন ভাড়াটে খুনি, যে আফসা নামের এক তরুণীর প্রেমে পড়ে। সেই চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি।

‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর তৃপ্তি দিমরির চাহিদা বেড়েছে বলিউডে। তবু এই ছবিতে পারিশ্রমিকের দিক থেকে তিনি তামান্না ভাটিয়ার থেকে পিছিয়ে। তৃপ্তি পেয়েছেন ৬ কোটি টাকা। অন্যদিকে, ছবির তিন নায়িকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন তামান্না ভাটিয়া। তাঁর পারিশ্রমিক ধরা হয়েছে ৭ কোটি টাকা।

তামান্নাকে ছবিতে দেখা যাবে স্বপ্না দিদির চরিত্রে, যিনি হুসেন উস্তরার ঘনিষ্ঠ বলে দেখানো হয়েছে। ছবিতে শাহিদ ও তামান্নার মধ্যে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, যা নিয়ে উস্তরার পরিবারের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাঁদের দাবি, বাস্তবে হুসেন ও স্বপ্নার সম্পর্ক ছিল ভাইবোনের মতো, অথচ ছবিতে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

ছবিতে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিশা পাটানী। তিনি অভিনয় করেছেন একজন নৃত্যশিল্পীর ভূমিকায় এবং এই ছবির জন্য তাঁর পারিশ্রমিক ২ কোটি টাকা। এ ছাড়া পুলিশের চরিত্রে দেখা যাবে নানা পটেকরকে। তাঁর পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৪ কোটি টাকা। ছবিতে আরও রয়েছেন বিক্রান্ত ম্যাসি ও অবিনাশ তিওয়ারি।

পারিশ্রমিকের এই অঙ্ক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুলনামূলক আলোচনা। একদিকে শাহিদের বিপুল পারিশ্রমিক, অন্যদিকে নায়িকাদের পারিশ্রমিকের ব্যবধান আবারও বলিউডে তারকাদের পারিশ্রমিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে। ছবি মুক্তির আগেই ‘ও রোমিয়ো’ তাই গল্পের চেয়েও বেশি আলোচনায় তারকাদের পারিশ্রমিক ও বিতর্কের কারণে।