বাংলাদেশের ওটিটি কনটেন্টে সম্পর্কের নতুন ভাষা খুঁজতে গিয়ে আলোচনায় এসেছে নির্মাতা রেজাউর রহমানের আসন্ন ওয়েবফিল্ম ‘একসঙ্গে আলাদা’। জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও পারসা ইভানাকে প্রথমবার জুটি হিসেবে নিয়ে নির্মিত এই এক ঘণ্টার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে হইচই প্লাটফর্মে। আধুনিক শহুরে জীবনের প্রেম, দ্বন্দ্ব আর ব্যক্তিগত স্পেসের টানাপড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পটি।
ওটিটি দর্শকের রুচি ও প্রত্যাশা বদলানোর এই সময়ে ‘একসঙ্গে আলাদা’ নিয়ে কৌতূহল তৈরি হওয়ার পেছনে বড় কারণ এর বিষয়বস্তু। সম্পর্কের সহজ সমীকরণ আর আগের মতো নেই। কাছাকাছি থেকেও দূরত্ব তৈরি হয়, আবার আলাদা থেকেও অনুভূতির বন্ধন অটুট থাকে। এই বাস্তবতাকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন রেজাউর রহমান। এর আগে ‘৩৬ ২৪ ৩৬’-এর মতো আলোচিত কাজের মাধ্যমে তিনি সম্পর্ক ও অনুভূতির গল্প সাবলীলভাবে বলেছেন, সেই ধারাবাহিকতাই দেখা যাবে এই ওয়েবফিল্মে।
গল্পের কেন্দ্রে আছে আধুনিক নগরজীবনের এক জুটি, যেখানে প্রেমের পাশাপাশি রয়েছে ক্যারিয়ার, মান-অভিমান আর নিজস্ব পরিসরের টান। নির্মাতার ভাষায়, “আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর দায়িত্বের কারণে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। দর্শক যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান, সেটাই লক্ষ্য।”
ইয়াশ রোহান ও পারসা ইভানার প্রথম অনস্ক্রিন জুটি হওয়াটাও এই কাজের বড় আকর্ষণ। ইয়াশ রোহান ওয়েব কনটেন্টে ধারাবাহিকভাবে নিজের জায়গা তৈরি করেছেন। তিনি বলেন, “স্ক্রিপ্ট পড়ার সময়ই মনে হয়েছে গল্পটা আমাদের চারপাশের পরিচিত অনেক মানুষের সঙ্গে মিলে যায়। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে ভালো লেগেছে।”
পারসা ইভানা জানান, “রোমান্টিক কমেডির ভেতরেই এখানে সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। সেই অনুভূতিগুলো বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে দর্শক চরিত্রগুলোর সঙ্গে সহজে যুক্ত হতে পারেন।”
এই ওয়েবফিল্মে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী ও দীপা খন্দকার। অভিজ্ঞ ও নতুন শিল্পীদের মেলবন্ধনে গল্পের আবেগ আরও গভীর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “দর্শকদের জন্য নতুন ও বৈচিত্র্যময় গল্প তুলে ধরাই আমাদের লক্ষ্য। ‘একসঙ্গে আলাদা’ সেই ধারাবাহিকতায় আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ।”
ঈদের সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে দেখার মতো আবেগঘন অথচ হালকা গল্পের চাহিদা সব সময়ই থাকে। নতুন ফরম্যাট, নতুন জুটি আর সমসাময়িক সম্পর্কের গল্প নিয়ে ‘একসঙ্গে আলাদা’ সেই চাহিদা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।