লক্ষ্ণীপুরে নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মরদেহ

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম
লক্ষ্ণীপুরে নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মরদেহ

লক্ষ্ণীপুরে নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বির (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চন্দ্রপবাহ বাগ গ্রামের শেখের বাড়ি প্রবাসী কিরনের বাড়ির ট্যাংকি থেকে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রাব্বি পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ১৭ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে ফজলে রাব্বি উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসে। এরপর তিনি নিখোঁজ হন। তাকে খুঁজে না পাওয়ায় পরদিন তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার চন্দ্রপবাহ বাগ গ্রামের শেখের বাড়ির ট্যাংকিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আপনার জেলার সংবাদ পড়তে