মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোল প্লাজার সংলগ্ন ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা কালে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক দুই পুলিশ সদস্য ও একজন সাবেক সেনা সদস্য রয়েছে । শুক্রবার মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ডিবি পুলিশের পোশাক পরে তল্লাশির নামে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এসময় ডাকাতদলের সদস্যদের তল্লাশি চালিযে একটি মাইক্রোকবাস,একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাপ, ডিবির কোটি,ওয়ারলেস সেইট সহ ডাকাতি কালে ব্যবহৃত বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করে। অভিযানে নেতৃত্বদানকারী ডিবির এসআই আবুল কালাম আজাদ জানান, শ্রীনগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং ২৩/০১/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১.২৫ ঘটিকার সময় পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া চৌরাস্তা অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস যোগে কতিপয় ব্যক্তিরা শ্রীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহীনির ছদ্মবেশে ডাকাতি করার উদ্দেশ্যে শ্রীনগর থানা এলাকা হতে পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া টোল প্লাজার দিকে আসিতেছে। আমি উক্ত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহাদের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং-২৩/০১/২০২৬ খ্রিঃ সকাল ১১.৫০ ঘটিকার সময় পদ্মা সেতু (উত্তর) থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় চেক পোস্ট পরিচালনা করি। চেকপোস্ট করাকালীন পদ্মা সেতু (উত্তর) থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজার ৪ (চার) নম্বর লেনে পাঁকা রাস্তার উপর দিয়ে একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস সন্দেহজনক গতিতে দ্রুত কাউন্টার পার হওয়ার উদ্দেশ্যে এগোতে থাকলে আমরা উক্ত গাড়িটিকে থামানোর উদ্দেশ্যে সিগন্যাল দিলে গাড়িটি সিগন্যাল উপেক্ষা করে চলে যাওয়া চেষ্টাকালে আমরা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ২৩/০১/২০২৬ খ্রিঃ ১২.২০ ঘটিকার সময় উক্ত গাড়িটি থামাতে সক্ষম হই। তাৎক্ষনিক ভিতরে থাকা ড্রাইভারের বাম পাশে সিটে বসা ব্যক্তির ডান হাতে থাকা ওয়ারলেস (ওকিটকি) সেট দেখাইয়া নিজেকে ডিবি পুলিশ অফিসার পরিচয় দেয়। তখন আমি বিষয়টি চ্যালেঞ্জ করলে ভিতরে থাকা উল্লেখিত আসামীরা আতঙ্ক সৃষ্টি করিয়া গাড়ির দুই পাশের গ্লাস ভেঙ্গে বের হইয়া পালানোর চেষ্টাকালে আমি সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাহাদের আটক করি। তথায় ঘটনাস্থলে উপস্থিত উপরে উল্লেখিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী ১। মোঃ বশির হাওলাদার (৫৬) এর দেহ তল্লাশির একপর্যায়ে আসামী তাহার ডান হাতে ধরা অবস্থায় ০১ (এক) টি কালো রংয়ের ওয়ারলেস সেট (ওকিটকি), যাহার সামনে উপরের অংশে ইংরেজিতে চজঙখণঘঢ লেখা এবং তাহার পরিহিত প্যান্টের পিছনে ডান কোমরে গোজা অবস্থায় ০১ (এক) টি কালো রংয়ের প্লাস্টিকের খেলনা পিস্তল, যাহার গায়ে ইংরেজিতে (মেডইন বাংলাদেশ) গঅউঊ ওঘ ইঅঘএখঅউঊঝঐ লেখা আছে, তাহার দখল হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উদ্ধার, ২। মোঃ কাজল ইসলাম জিকু (৩০) এর দেহ তল্লাশির একপর্যায়ে তাহার পরিহিত প্যান্টের পিছনে বাম কোমরে গোজা অবস্থায় ০১ (এক) জোড়া ইস্ট্রিলের হ্যান্ডকাপ, তাহার দখল হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উদ্ধার, ৩। মোঃ হীরা বেপারী (৪৮), এর দেহ তল্লাশির একপর্যায়ে তাহার ডান হাতে ধরা অবস্থায় ০১ (এক) টি ব্লু রংয়ের কাপড়ের অফিস ব্যাগ, যাহা চেইনযুক্ত এর ভিতর রক্ষিত ০৪ (চার) টি খয়েরী বাদামী রংয়ের ডিবি পুলিশের কটি। যাহার প্রতিটির কটির সামনের ডান পাশে পুলিশের মনোগ্রামযুক্ত প্রিন্ট করা এবং বাম পাশে ইংরেজিতে উই প্রিন্ট যুক্ত লেখা আছে। উক্ত কটির পিছনে ইংরেজিতে উই চঙখওঈঊ প্রিন্ট যুক্ত লেখা আছে, উক্ত আলামত তাহার দখল হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উদ্ধার, ৪। মোঃ মোস্তাফিজুর রহমান রাজু (৪৮) এর দেহ তল্লাশির একপর্যায়ে তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ০১ (এক) টি কালো রংয়ের ইলেকট্রিক শক মেশিন, যাহার সামনে শক দেওয়ার জন্য দুইটি ইস্ট্রিলের পিন এবং মাঝখানে লাইট যুক্ত, যাহার গায়ে ইংরেজিতে ৫০০০ক ঠঙখঞ ৮০১ ঞণচঊ উরৎবপঃ ঈঁৎৎবহঃ টষঃৎধযরময ঠঙখঞঅএঊ লেখা আছে, উক্ত আলামত তাহার দখল হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উদ্ধার, ৫। মোঃ রুবেল রানা (৩০) এর দেহ তল্লাশির একপর্যায়ে তাহার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটের ভিতর হতে ০১ (এক) টি ব্লু রংয়ের চায়না লেজার লাইট, উক্ত আলামত তাহার দখল হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে উদ্ধার, ৬। মোঃ ফয়সাল রাব্বি (২১) ড্রাইভার এর দখল হইতে ০১ (এক) টি সিলভার রংয়ের পুরাতন হাইয়েচ মাইক্রোবাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৬-২৯২৯, যাহার ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট, উক্ত গাড়ীর পিছনে ইংরেজিতে ঐওঅঈঊ ঝটচঊজ-এখ লেখা আছে, উদ্ধার পূর্বক উক্ত আলামতসমূহ ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে সাক্ষী মোঃ ইমরান শেখ (২৮), মধু কুমার রায় (২৪) এবং এএসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম’গনদের সম্মুখে ইং ২৩/০১/২০২৬ খ্রিঃ ১২.৫০ ঘটিকার সময় জব্দ করি। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করতঃ আমি নিজেও স্বাক্ষর করি। উক্ত আসামীরা জব্দকৃত হাইয়েস মাইক্রোবাস যোগে ডিবি পুলিশ পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে হাতে ওয়ারলেস (ওকিটকি) সেট, কোমড়ে প্লাস্টিকের খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, উই চঙখওঈঊ এর কটি, ইলেকট্রিক শক মেশিন এবং চায়না লেজার লাইট রাখিয়া ডাকাতি করার জন্য শ্রীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানা এলাকাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘোরাফেরা করিতেছিলো। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করিলে আসামীরা জানায় তাহারা দীর্ঘদিন যাবৎ শ্রীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানা এলাকাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সহ আশাপাশের বিভিন্ন এলাকায় নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়া বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সহ ডাকাতি ও ছিনতাই করিয়া আসিতেছিল। ধৃত আসামীরা জব্দ তালিকায় বর্ণিত আলামত সহ ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৭০/১৭১/৩৯৯/৪০২ ধারার অপরাধ করিয়াছে। ধৃত আসামীদের নিয়ে ডিবি পুলিশ এর কটি, হ্যান্ডকাপ, ওয়ারলেস (ওকিটকি) সেট এর উৎস ও তাদের অন্যান্য সদস্যদের সনাক্তসহ গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে আরোও আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জামাদি উদ্ধারের নিমিত্তে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া থানায় আসিয়া জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর সাধারন ডায়রী নং-২২০, তারিখ-২৩/০১/২০২৬ ইং মূলে পদ্মা সেতু (উত্তর) থানায় এজাহার দায়ের করা হয়। ধৃত আসামী ১। মোঃ বশির হাওলাদার (৫৬), ২। মোঃ কাজল ইসলাম জিকু (৩০), ৩। মোঃ হীরা বেপারী (৪৮), ৪। মোঃ মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), ৫। মোঃ রুবেল রানা (৩০), ৬। মোঃ ফয়সাল রাব্বি (২১)’গনদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াগ রাসেল বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির পরিকল্পনা করছিল। তারা পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে আটক করেছি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।