বেনাপোলে কার্গোভেহিকেল টার্মিনাল থেকে ভারতীয় মদসহ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবকে আটক করেছে বন্দরের নিরাপত্তা বাহিনী আনসার সদস্যরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন যশোরের মনিরামপুর উপঝেলার পট্রি গ্রামের শাহা উদ্দিনের ছেলে। বর্তমানে সে বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। বেনাপোল বন্দরের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান বলেন, কার্গোভেহিকেল টার্মিনাল থেকে বের হওয়ার সময় সন্দেহজনক ইকবাল হোসেন নামে এক যুবকের দেহ তল্লাশি করে তার ট্রাউজারের মধ্যে লুকিয়ে রাখা ৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।