কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সহযোগিতায় ও সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজকর্মী মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন। বক্তব্য রাখেন বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আশরাফ উদ্দিন, দিগন্ত ফিড মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনীর  ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ শফিকুল ইসলাম। সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আল-মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ মোবারক হেসেন সুমন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুফিয়া-মান্নান আদর্শ নূরানি-হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হুমায়ুন কবির মিল্লাতি, আল-হালাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ আশিকুর তানভীর,নিকাহ ও তালাক রেজিস্ট্রার মোঃ ইলিয়াস প্রমুখ। বক্তারা সুফিয়া-মান্নান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান সমূহের ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং এদের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন। পরে আল-হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ মোবারক হেসেন সুমন জানান, ফাউন্ডেশনের সহযোগিতায় সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে কামালিয়ারচর গ্রামের এতিমখানার শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে মোটা গেঞ্জি বিতরণ করা হয়। এছাড়া আল-হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য কিছু কম্বল বিতরণ করা হয়। এ সময় সুফিয়া-মান্নান ফাউন্ডেশন ও এর সহযোগিতায় পরিচালিত সংগঠন সমূহের দায়িত্বশীলগণ, শিক্ষক শিক্ষাথী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে