প্রধানমন্ত্রীর জন্য যে বিচার—সাধারণ মানুষের জন্যও একই বিচার: জামায়াত আমির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ পিএম
প্রধানমন্ত্রীর জন্য যে বিচার—সাধারণ মানুষের জন্যও একই বিচার: জামায়াত আমির
ছবি, সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। একই অপরাধে সাধারণ মানুষের যে বিচার হবে, একজন প্রধানমন্ত্রীও সেই অপরাধ করলে সমান বিচার হবে। সেই বিচারটাই আমরা কায়েম করতে চাই। আর এরকম বিচার কায়েমের ঘোষণা করলে তখন প্রথম দিন থেকে শতকরা ৯০ ভাগ অপরাধ বাতাসে মিলিয়ে যাবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাকিদের সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় এন তাদের সমান বিচার করা হবে। এখানে কারো জন্য সোনার তলোয়ার আবার কারো জন্য ইস্পাতের তলোয়ার হবে না। আমি বলছি ন্যায়ের কথা, ইনসাফের কথা, ইনসাফপূর্ণ শাসনের কথা।”

তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে ওসমান হাদি তোমাকে কথা দিচ্ছি, তোমার হত্যার বিচার হবে, ১৪০০ শহীদকে কথা দিচ্ছি, তোমাদের হত্যাকাণ্ডেরও বিচার করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করবো। গণভোটে ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আমার সোনার দেশ গড়ার জন্যেই আমদের ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

‘সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য ও শিক্ষা পিছিয়ে রয়েছে। আল্লাহ আমাদের কবুল করলে আমরা শিক্ষার জন্য কাজ করবো, স্বাস্থ্যের জন্য কাজ করবো। আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে। যমুনার স্থায়ী বাধ দেওয়া হবে’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে