বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন এবং মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতা প্রসারের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সচিবালয়ে আজ (২৫ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দেশের জ্বালানি অবকাঠামো আধুনিকায়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সরকারের অগ্রাধিকারগুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে শক্তিশালী জ্বালানি খাতের কোনো বিকল্প নেই। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও সমাধান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহে আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে আগ্রহী। এই ধরনের সহযোগিতা বাংলাদেশের শিল্প-কারখানা ও সাধারণ মানুষের ঘরবাড়িতে নির্ভরযোগ্য ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।