ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ পিএম
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোর্রেশনে গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম. এ. মতিন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান” শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র বিতার্কিকগণ বিজয়ী হয়। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের ক্যাপশন ও ছবি আপনার গণমাধ্যমে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত করা হলো। ছায়া সংসদের প্রেস রিলিজ পরবর্তী ইমেইলে মাধ্যমে পাঠানো হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে