জামায়তের আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দেবো না। সোমবার দুপুরে মেহেরপুর জেলা জামাত ইসলাম আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন। তিনি বলেন জামায়াত ইসলাম কে বিজয় করলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশে অনেক দলকে দেখেছেন অন্তত একটিবার জামাত ইসলামকে সুযোগ দিয়ে দেখেন আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি কিনা। তিনি আরো বলেন ইতোপূর্বে চার দলীয় জোট সরকারের সময় জামাত ইসলামের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন তারা শতভাগ স্বচ্ছতার সাথে মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাই চাঁদাবাজ সন্ত্রাস ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামাত ইসলামকে ভোটদার আহ্বান জানান তিনি। মেহেরপুর জেলা জামাতের আমির ও মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলানা তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।