হালদা নদী পরিদর্শন করলেন নদী কমিশনের চেয়ারম্যান

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ পিএম
হালদা নদী পরিদর্শন করলেন নদী কমিশনের চেয়ারম্যান
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের  হালদা নদী গত রবিবার  পরিদর্শন করেছেন নদী কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মকসুমুল হাকিম চৌধুরী। তিনি নদী দখল দূষণ ও নাব্যতার পরিস্থিতি পর্যালোচনা সরজমিন পরিদর্শনের উদ্যোশ্য হালদা নদীর কালুরঘাট থেকে ভূজপুর রাবার ডেম পরিদর্শন করেন। তাছাড়া  রাউজানের  পশ্চিম বিনাজুরিতে অবস্থিত আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।  পরিদর্শনকালে তিনি এবং তাঁর প্রতিনিধি দল আইডিএফ এর হালদা নদীর কার্প জাতীয় মাছের 'ডিএনএ টেস্ট কিট' ল্যবেরেটরির কার্যক্রম দেখে অভিভূত হন এবং "হালদার ডিএনএ টেস্ট কিট চালু করা আইডিএফ-এর একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে  তিনি অভিহিত করেন। এছাড়া তিনি প্রাকৃতিকভাবে হালদা নদীর ডিম থেকে রেণু উৎপাদনের জন্য সিমেন্টের সিস্টার্ন এবং সার্কুলার ট্যাঙ্ক প্রযুক্তি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি হালদা সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন।  পরিদর্শনকালে বিজিসি ট্রাস্টের উপাচার্য  এবং হালদা রিভার রিসার্চ ল্যাবের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, বর্তমানে হালদা নদী সংরক্ষণে প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইডিএফ, পিকেএসএফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, হালদা পাড়ের লোকজনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ফলেই হালদা নদী জীবন্ত অবস্থায় রয়েছে। কমিশনের চেয়ারম্যানের সাথে  উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিনিধি দল,  হালদা প্রকল্পের পরিচালক  মোহাম্মদ নাজিম উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, আইডিএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাস্না, ম্যানেজার নুরুল হাকিম, হালদা ডিম সংগ্রহকারী মোহাম্মদ কামাল উদ্দিন সওদাগর ছাড়া ও তাঁর  সাথে ছিলেন কমিশনের সচিব (যুগ্মসচিব)  মো: মনিরুজ্জামান তালুকদার, উপপরিচালক (উপসচিব)  আবদুল্লাহ আল জাকী এবং সহকারী প্রধান (পরিবেশ ও প্রতিবেশ) সাকিব মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, এসি ল্যান্ড, উপজেলা মৎস্য কর্মকর্তা, নদী পরিদর্শনে আসলে তাঁকে স্বাগত জানান ডিম আহরনকারী ও রোনু উৎপাদনকারীরা।
আপনার জেলার সংবাদ পড়তে