সাংবাদিক প্রশান্ত ঘোষালের মৃত্যুতে ডিইউজে’র শোক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
সাংবাদিক প্রশান্ত ঘোষালের মৃত্যুতে ডিইউজে’র শোক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক প্রশান্ত ঘোষাল পরলোক গমন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর রোববার (২৫ জানুয়ারি) মুন্সীগঞ্জের পঞ্চসার শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান হয়েছে।  দৈনিক ইত্তেফাকের অবসরপ্রাপ্ত শিফট ইনচার্জ ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, মুন্সীগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকার অধিবাসী প্রশান্ত ঘোষালের মৃত্যুতে ডিইউজে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ২৫ জানুয়ারি রোববার এক শোকবার্তায় ডিইউজে নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

আপনার জেলার সংবাদ পড়তে