২০ বছর পর গাজীপুর যাচ্ছেন তারেক রহমান, সন্ধ্যায় রাজবাড়ী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:১০ এএম
২০ বছর পর গাজীপুর যাচ্ছেন তারেক রহমান, সন্ধ্যায় রাজবাড়ী
ছবি, সংগৃহিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুর যাচ্ছেন। সন্ধ্যায় রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

জানা গেছে, তার আগমন উপলক্ষে উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরইমধ্যেই গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানকে বরণের জন্য সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন দলের নেতাকর্মীরা। সভামঞ্চ তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তারেক রহমানের উপস্থিতি ঘিরে গাজীপুরে পাঁচটি উপজেলা ও মহানগরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তার আগমন ঘিরে নেয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। রাজবাড়ী মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এরইমধ্যে।

এদিকে বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি চালাচ্ছেন।

এর আগে গত রোববার গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে