ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শুক্রবার রাতে দু,জন খামারীর ৬ টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী দুইজন খামারী কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের শেখ সাব্দার হোসেনের ছেলে আবু সায়েম এবং সাতগাছয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে খাইরুজ্জামান। গরু চুরির ঘটনায় দু,জনই কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে খামারী খায়রুজ্জামান রাত ৩ টার দিকে গরুর ডাকাডাকি শব্দে ঘুম ভাঙলে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান সেখানে থাকা ৪ টি গরুর মধ্যে ১ টি লাল রঙের গাভী গরু সাথে লাল রঙের ১ টি বাছুর এবং সাদা কালো রঙের ১ টি বড় বকনা বাছুর গোয়ালে নেই। রাতেই আশপাশে খোঁজাখুঁজি করে গরু তিনটির সন্ধান তিনি আর পান না। অপর খামারী আবু সায়েম রাত ১১টার দিকে নিজ গোয়াল ঘরে ১ টি লালচে রঙের গাভী গরু সাথে লাল রঙের ১টি বাছুর এবং সাদা রঙের বড় ১টি বকনা বাছুর বেঁধে রেখে ঘুমাতে যান। ভোর রাতে ঘুম ভাঙলে গোয়াল ঘরে যেয়ে দেখেন একটি গরুও নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তার গরু তিনটার সন্ধানও মেলেনি। ভুক্তভোগী খামারী দুজনই মনে করছেন সঙ্গবদ্ধ গরুচোর চক্রের সদস্যরা তাদের গরু চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন,গরু চুরির ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছি। চোর চক্রের সদস্যদের ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।